গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার এক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল মতিন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আসাদুজ্জামান, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম পানা উল্ল্যাহ সরকার, কৃষি বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো: এজাদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর কবির, সিভিল সার্জন এর পক্ষে ডা. নাজমুল হুদা, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো: আবেদুর রহমান স্বপনসহ বিভিন্ন অধিদপ্তরের বিভাগীয় প্রধানগণ।
সভায় জেলা প্রশাসক বলেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এটি এখন স্বপ্ন নয় বাস্তব। বর্তমান সরকারের অধিনে পলাশবাড়ি এবং সুন্দরগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুৎ বাস্তবায়ন হওয়ার ফলে জেলার ৭টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুৎ এর উদ্বোধন করবেন। এর ফলে এই গাইবান্ধা জেলার সর্বত্রই এখন বিদ্যুৎতে আলো পৌঁছে গেছে। তিনি বলেন, এপর্যন্ত গাইবান্ধা জেলায় ২০ হাজার ১শ ৬৮ ব্যাক্তিকে করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। কোন গুজুবে কান দিবেন না। টিকা গ্রহন করে আমাদের কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। করোনা ভ্যাকসিন গ্রহনের জন্য জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি হাসপাতালের সমস্যা নিরসন ও জনবল বৃদ্ধির উপর গুরুত্ব আরপ করেন। তিনি আরও বলেন, বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকান্ডের নিয়ে বিস্তারিত আলোচনা করে সড়ক বিভাগের উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নে সকল বাধা অপসারনের জন্য নির্বাহী প্রকৌশলী দৃষ্টি আকর্ষন করেন।