গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া এলাকায় উদ্ধার হওয়া শিমুলের লাশ উদ্ধার ঘটনায় হত্যা মামলার আসামী শিবগঞ্জের বিহার ইউনিয়নের চেয়ারম্যানের জামিন আবেদন না মঞ্জুর হয়েছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিকের আদালতে জামিন নিতে গেলে চেয়ারম্যান মহিদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ওই মামলায় চেয়ারম্যান জামিনে ছিলেন। হত্যা মামলাটি তদন্ত করছে গাইবান্ধা পিবিআই।
আদালতের পরিদর্শক (কোর্ট) তোফাজ্জল হোসেন জানান, জেলা ও দায়রা জজ আদালতে চেয়ারম্যান মহিদুল ইসলামের হাজিরার তারিখ ছিল। বিচারক তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর বগুড়া আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরে বিহার ইউনিয়নের বাসিন্দা শিমুল (৩০)। এরপর সে নিখোঁজ হলে পাশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।