স্কাউটসের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল (বিপি) এর জন্মদিন ও স্কাউট দিবস উপলক্ষে সোমবার (২২ ফেব্রুয়ারি) গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জেলা রোভার ও স্কাউটের আয়োজনে এ উপলক্ষে সকালে গাইবান্ধা ডিসি মঞ্চ চত্বরে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রোভার সভাপতি মো. আবদুল মতিন।
কেক কাটার আগে এক আলোচনা সভায় জেলা প্রশাসক ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা রোভার কমিশনার অধ্যাপক গোলাম মোস্তফা, সম্পাদক সহকারী অধ্যাপক ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল -এএলটি, জেলা স্কাউট সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমূখ। এ সময় জেলা রোভার নেতা তামজিদুর রহমান তুহিন, সহকারী কমিশনার মো. সাজেদুল হক সরকার, শামীময়ারা বেগম, এএসএম মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মো. মাসুদার রহমান মুকুল, আরএসএল সবুজ চক্রবর্ত্তী, জেলা স্কাউট কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, স্কাউট লিডার মো, রেজাউল করিম, রেজাউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সীমিত পরিসরে একটি র্যালি অনুষ্ঠিত হয়।