রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা সোমবার গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিদর্শন ও এক মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় জেলা প্রশাসক আবদুল মতিন, ডিডিএলজি রোখছানা বেগম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল ইসলাম, পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন, ইউপি চেয়ারম্যান গোলাম মওলাসহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে বিভাগীয় কশিশনার ইউডিসিসি এর কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, মোবাইল ও ইন্টারনেট এবং সরকারি যাবতীয় তথ্য ও সেবাকে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা। ‘‘রূপকল্প’’ ২০২১ বাস্তবায়নের মূল উদ্দেশ্য তথ্যপ্রযুক্তিনির্ভর মধ্যম আয়ের বঙ্গবন্ধু’র সুখী-স্বনির্ভর সোনার বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের দোরগোড়ায় অনলাইন রাষ্ট্রীয় সেবা পৌঁছানো হচ্ছে। পরে রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা গাইবান্ধা সার্কিট হাউসের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে বিভাগীয় কমিশনার গাইবান্ধায় পৌঁছিলে তাকে ফুলেন শুভেচ্ছা জানানো হয়।