দিনভর নানা আয়োজনের মধ্যদিয়ে গাইবান্ধায় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় সংঙ্গীতের সাথে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনের আয়োজন। এ সময় জেলা শিল্পকলা একাডেমির সংঙ্গীত প্রশিক্ষক জাফরিন আলমের নেতৃত্বে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংঙ্গীতের সাথে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা জাতীয় পতাকা এবং গাইবান্ধা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সংগঠন পতাকা উত্তোলন করেন। এরপর অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আলমগীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক- ছড়াকার অমিতাভ দাস হিমুন ও শিরিন আক্তার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি জহুরুল কাইয়ুম, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দিপু, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সভাপতি আলমগীর কবির বাদল, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার, মো. লোকমান হোসেন, ইফতেকার রহমান, জুয়েল মিয়া, মৌমিতা গুহ ইভা, জান্নাতুল ফেরদৌস উর্মিসহ সাংবাদিক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে একাডেমির সঙ্গীতশিল্পী তাসমিয়া বিন্তে ফারজিন, স্মৃতি সরকার, আফছার আলী সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে নৃত্য পরিবেশন করেন তমালিকা, রতন, আরিফ, হিয়া প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশে সংস্কৃতিচর্চার একটি জাতীয় প্রতিষ্ঠান। সংস্কৃতির গৌরবময় বিকাশকে অব্যাহত রাখতে ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।