
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলির ধাক্কায় বাঁধন ইসলাম (২৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার বিকেল ৩টার দিকে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের সৈয়দপুর বাইপাস রাবেয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাঁধন উপজেলার হাজীবাড়ি এলাকার হামিদুল ইসলামের ছেলে। তিনি মাস তিন আগে বিয়ে করেছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ঘটনার সময় বাঁধন নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ধীরগতিতে সৈয়দপুর শহরের দিকে আসছিলেন। এ সময় ইট বোঝাই একটি ট্রলি পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন বাঁধন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।