ইকুয়েডরে কারা দাঙ্গায় অন্তত ৬২ জন নিহত হয়েছে। এতে বহু মানুষ আহত হয়েছে। তিনটি পৃথক স্থানে দাঙ্গা হয়। কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
দুটি প্রতিদ্বন্দ্বী গ্যাঙের মধ্যে বিরোধ নিয়ে গুয়াকুইল, সিয়েনকা ও ল্যাটাকুঙ্গায় এসব দাঙ্গা হয়।
ইকুয়েডরের কারা কর্তৃপক্ষের পরিচালক এডমুন্ডো মনক্যায়ো মঙ্গলবার বলেন, দুটি দুর্বৃত্ত গ্রুপের মধ্যে কারাগারের ভেতরেই দাঙ্গা হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত অন্তত ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তিনি বলেন, কর্তৃপক্ষ অতিরিক্ত ৮০০ পুলিশ সদস্য পাঠিয়ে কারাগারগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। খবর: আল জাজিরার।