
বগুড়ার দুপচাঁচিয়ায় চাকা ফেটে যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। এতে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক দম্পতি রয়েছে। এদের অবস্থা আশঙ্কাজনক।
আজ বুধবার বিকেলে বগুড়া-আক্কেলপুর সড়কের দুপচাঁচিয়ার কনকায় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত দুজন হলেন- বগুড়ার এনামুল হক (৫০) ও তার স্ত্রী হাসনা বানু (৪৫)।
স্থানীয়রা জানান, প্রিন্স (জয়পুরহাট-ব-০৫-০০০৩) নামের একটি যাত্রীবাহী বাস বিকেলে বগুড়ার দিকে যাচ্ছিল। কনকায় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটির পিছনের চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে মুহূর্তেই গ্যাস সিলিন্ডার থেকে বাসে আগুনের সূত্রপাত হয়। এসময় প্রাণ বাঁচাতে যাত্রীরা তড়িঘড়ি করে বাস থেকে নামার চেষ্টা করেন। এতে ১৫ জন যাত্রী আহত হন। এদের মধ্যে এক দম্পতির অবস্থা গুরুতর।
এদিকে খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ততক্ষণে বাসটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী গণমাধ্যমে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।