গাইবান্ধার সুন্দরগঞ্জে সিএনজি ও গরু বোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষে রাহুল কর্মকার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ২২ জানুয়ারি শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ গ্রামে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। গুরুতর আহত আশরাফুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহত রাহুলের বাড়ি কুড়িগ্রাম জেলাধীন উলিপুর উপজেলার কাঠালবাড়ী গ্রামে এবং সে সুন্দরগঞ্জ বেড়াতে গিয়েছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজিযোগে রাহুলসহ ৫ জন গাইবান্ধা অভিমুখে যাচ্ছিল। সিএনজিটি সুবর্ণদহ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই ভটভটি সজোরে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে রাস্তার নীচে পড়ে যায়। এতে মারাত্বক আঘাত পেয়ে দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন এবং আহত আশরাফুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।আশরাফুল উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র আদর্শপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।