গাইবান্ধার সুন্দরগঞ্জে মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা অসুস্থ জোহরা বেগমকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ৫ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র সরদার পাড়া গ্রামের বীরাঙ্গনা জোহরা বেগমের নিজ বাড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আর্থিক সহায়তা প্রদান করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন। জেলা প্রশাসনের তহবিল থেকে নগদ অর্থ, খাদ্য সামগ্রী, শীতবস্ত্র, মাস্ক, গুড়া দুধ বীরাঙ্গনা জোহরা বেগমকে উপহার দেয়া হয়। এছাড়াও রণাঙ্গনের সাহসী এই নারীর নামে একটি রাস্তার নামকরণ করার ঘোষণা দেন জেলা প্রশাসক। সেই সাথে তাঁর ছেলেকে চাকরি ও অসুস্থ জোহরা বেগমকে চিকিৎসা সহায়তার আশ্বাস দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মারুফ, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।