গাইবান্ধার সাদুল্লাপুরে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১০ জানুয়ারি রবিবার আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।উপজেলার শহীদ মিনারে অঙ্গসহযোগী সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলে সমবেত হন সংসদ সদস্যসহ উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে রক্ষিত আওয়ামী লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
পরে হাইস্কুলের ভিতরের মাঠে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার, রেজাউল করিম রেজা প্রমুখ। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জলিল সরকার, মোজারুল ইসলাম জিল্লুর খন্দকার, জাহাঙ্গীর আলম, সদস্য শহিদুল ইসলাম বাবলা, জেলা যুবলীগের আইন সহ- বিষয়ক সম্পাদক, এ্যাড. আনারুল আজীম, উপজেলা যুবলীগের সভাপতি শাহ্ মোঃ ফজলুল হক রানা, যুবলীগের খালেক, জিএস সোহেল, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের মোখলেছুর রহমান, কৃষকলীগের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিন, শ্রমিকলীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমীন জুয়েল, সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এশরাফুল কবির আরিফ, যুগ্ন-আহ্বায়ক আশরাফুল, ছাত্রলীগ সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মাসুদ রানাসহ ১১ ইউনিয়নের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ নেতা ও কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।