
রাজধানীর ধানমন্ডিতে এক হাজার ২৪৪ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করা হয়েছে। এসময় একটি পিকআপ জব্দ করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির সাত মসজিদ রোডে চালানো অভিযানে এসব আটক হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ আল মামুন জানান, সবজিবোঝাই পিকআপে করে ফেনসিডিলের একটি চালান রাজধানীর ধানমন্ডি হয়ে মোহাম্মদপুর এলাকায় আসছে এমন খবরের ভিত্তিতে ধানমন্ডির সাত মসজিদ রোডে তল্লাশি চৌকি বসানো হয়। দুপুর ১২টার দিকে সবজিবোঝাই একটি পিকআপ তল্লাশি চৌকির সামনে এলে গাড়িটিকে থাকার সংকেত দেয় র্যাব সদস্যরা। এ সময় গাড়ি ফেলে পালানোর চেষ্টা করেন পিকআপে থাকা তিন জন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়িতে ফেনসিডিল থাকার কথা স্বীকার করেন আটক ব্যক্তিরা। অনুসন্ধান চালিয়ে পিকআপের সবজির ভেতরে লুকানো এক হাজার ২৪৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
র্যাব জানায়, কাঁচামালের ভেতর ফেনসিডিল লুকিয়ে দীর্ঘদিন দেশের নানা প্রান্তে সরবরাহ করতেন আটক ব্যক্তিরা। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।