আমেরিকার মিশিগান রাজ্যের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সায়মা মোহসিন। সেই সূত্রে ইতিহাসে প্রথমবারের মতো দেশটির কোনো শহরের দায়িত্ব পালন করতে যাচ্ছেন একজন মুসলিম।
ফেব্রুয়ারির প্রথম দিন থেকে পূর্ব মিশিগানের শীর্ষ ফেডারাল প্রসিকিউটর পদে দায়িত্ব পালন করবেন তিনি। আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৫২ বছর বয়সী সায়মা মোহসিন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান। ২০০২ সাল থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে পূর্ব মিশিগানের সহকারী ইউএস অ্যাটর্নি হিসেবে কর্মরত আছেন।
এক বিবৃতিতে সংবাদমাধ্যমকে সায়মা বলেন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি হিসেবে মিশিগানের পূর্ব জেলাগুলোর দায়িত্ব পালন আমার জন্য সম্মানজনক। সঠিক ও বিশ্বস্তভাবে আইন কার্যকর করা এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে মিশিগান রাজ্যে। মুসলিম জনবহুল রাজ্যটিতে বেশ কিছু মসজিদ-মাদরাসা রয়েছে। আমেরিকার সর্ববৃহৎ মসজিদ ‘ইসলামিক সেন্টার অব আমেরিকা’-ও এখানেই অবস্থিত।