মুজিববর্ষ উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রথম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ১৭৯ পরিবার পেল সেমিপাকা বাড়ি। গতকাল ২৩ জানুয়ারি শনিবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ এই আশ্রয়ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সাদুল্লাপুরে সুবিধাভোগীদের হাতে এই ঘরের চাবি ও দলিল তুলে দেওয়া হয়।
উপজেলা পরিষদ চেয়াম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নবীনেওয়াজ সাদুল্লাপুরে আনুষ্ঠানিকভাবে ১৭৯ গৃহহীন পরিবারের হাতে এই ঘরগুলির দলিল এবং চাবি তুলে দেন।উপজেলা পরিষদ মিলনায়তনে এসময় সুবিধাভোগীরা ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনুল ইসলাম মন্ডল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, খন্দকার জিল্লুর রহমান ও শামসুজ্জোহা প্রামানিক রাঙ্গা, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এটিএম দিদারুল ইসলাম মাসুদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান স্মৃতি, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সোহেল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম মাস্টার ও মোঃ শাহীন সরকার প্রমূখ।
ঘরের চাবি ও দলিল হাতে পেয়ে উপজেলার পুরাণ লক্ষীপুর গ্রামের লতিফা বেগম জানান, কোন দিন স্বপ্নেও ভাবি নাই, হামার একটা পাকা ঘর হবে।
সাদুল্লাপুর খেয়াঘাট গ্রামের হায়দার আলী বলেন, জমি আর পাঁকা ঘর একসাতে যার কারণে পানু (পেলাম) আল্লা তাক জ্যান (যেন) যুগ যুগ ধরি ভালো থোয় (রাখে)।