
করোনাভাইরাসে সংক্রমণ আগামী মার্চ মাসে ‘একটা ধাক্কা’ দিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনারা জানেন, মার্চ মাসে করোনাভাইরাস আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছিল। সেই সময় কিন্তু সামনে, আবারও একটা ধাক্কা দিতে পারে।’
রোববার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তার আশঙ্কার কথা জানান।
সরকার প্রধান বলেন, করোনাভাইরাস আমাদের অগ্রযাত্রা কিছুটা ব্যাহত করেছে, তাতে সন্দেহ নেই। ইতোমধ্যে ভ্যাকসিন ক্রয়ের সমস্ত ব্যবস্থা আমরা করে ফেলেছি, ইনশাল্লাহ এসে যাবে। তারপরও বলব সবাইকে, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। এটি মেনে নিজেকে রক্ষা করতে হবে, অন্যকে রক্ষা করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভ্যাকসিন। সবাইকে মাস্ক পরা, হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, ভিটামিন সি ও ডি, এ ধরনের খাবার খাওয়া; এগুলো আমাদের সবাইকে মানতে হবে। এগুলো মেনেই কিন্তু করোনাভাইরাসকে আমরা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।