
রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে বিমানবন্দরের পদ্মাওয়েল গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ এখনো পদ্মাওয়েল গেটের পাশে পড়ে আছে বলে জানা গেছে। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।