ভারতের উত্তরপ্রদেশে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১২ জন।
ঘন কুয়াশার কারণে শনিবার সকালে মুরাদাবাদ-আগ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শোক জানিয়ে দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি এবং যারা আহত হয়েছেন তাদেরকে ৫০ হাজার রুপি অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
জেলা ম্যাজিস্ট্রেট রাকেশ কুমার সিং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রভাকর চৌধুরি ছাড়াও পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে দুর্ঘটনাস্থলে হাজির হয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
জেলা ম্যাজিস্ট্রেট রাকেশ কুমার সিং জানিয়েছেন, উত্তর প্রদেশের মুরাদাবাদের কুন্ডারকি থানাধীন মনপুর গ্রামের কাছে মহাসড়কের নানপুর-চান্দৌসি প্রান্তে সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
উদ্ধার অভিযান চলছে এবং আহতদের আশেপাশের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, মরদেহগুলো ফরেনসিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
একাধিক টুইট বার্তায় মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজে নির্দেশনা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।