২০১৯ সালে ফেব্রুয়ারিতে পাকিস্তানের বালাকোট সীমান্তে ভারতীয় বাহিনীর বিমান হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছিল পাকিস্তান। পাকিস্তানের ওই বক্তব্যকে এবার প্রতিহত করে দেশটির সাবেক কূটনীতিক আগা হিলালি পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে বলেন, ‘ভারতীয় বাহিনীর ওই হামলায় অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছিল।
ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস টুডের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বাহিনীর ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে বরাবর দাবি করেছে পাকিস্তান। এবার সেই দাবি হাস্যকর প্রমাণ করলেন খোদ পাকিস্তানেরই সাবেক কূটনীতিক।
আগা হিলালি বলেন, আন্তর্জাতিক সীমা পার করে ভারত যুদ্ধের সূচনা করেছিল। ওই হামলায় অন্তত ৩০০ জনের মৃত্যু হয়। তারপর আমরা ওদের সেনাঘাঁটিকে টার্গেট করি।
ওই বছর জুম্মু-কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় পাকিস্তানের জঙ্গিরা। ১৪ ফেব্রুয়ারির ওই হামলায় নিহত হন ৪০ ভারতীয় জওয়ান। পরে ২৬ ফেব্রুয়ারি কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণরেখা সংলগ্ন পাকিস্তানের বালাকোটে জঙ্গিদের লঞ্চপ্যাডগুলোকে নিশানা করে হামলা চালায় ভারতীয় বাহিনী। পাকিস্তানের সীমান অতিক্রম করে জঙ্গিঘাঁটিগুলোতে বিমান হামলা চালায় ভারত।
নিজ দেশের কর্মকর্তাদের মাধ্যমে পাকিস্তানের মিথ্যাচার খোলাসা করার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত বছরের অক্টোবরে সংসদে দাঁড়িয়ে পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) নেতা সর্দার আয়াজ সাদিক দাবি করেছিলেন, ভারতের হামলার ভয়ে পা কাঁপছিল পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার। প্রচণ্ড ঘামছিলেন তিনি। সেবার ভয়ে অভিনন্দন বর্তমানকে মুক্তি দেয় পাকিস্তান।