মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী উপহার স্বরূপ ঘর সরবরাহের প্রতিশ্রুতির অংশ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ৬০ পরিবারকে ঘর প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারী) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ওইসব ভূমি ও গৃহহীন পরিবারের নিকট তার বাড়ির জায়গার দলিল ও ঘর বুঝিয়ে দেয়া হয়।
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহ হস্তান্তর কার্যক্রম উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল, আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান মাসুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা প্রকৌশলী তাহাজ্জদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী (ডিডিএম) মো. রাশেদুল আলম, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং গৃহ পাওয়া উপকারভোগীরা।
উপজেলা প্রসাশন সূত্র জানায়, প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। সেমিপাকা এসব ঘরে থাকছে ২টি রুম এবং ১টি বারান্দাসহ পৃথক একটি বাথরুম।
ভূমি ও গৃহ পাওয়া উপকারভোগীরা জানায়, তারা এতদিন অন্যের বাড়ি অথবা রাস্তার পাশে ঘর তুলে বসবাস করতেন। এখন নিজেদের একটি ঘর পেয়ে তারা খুশিতে আত্মহারা। জমির মালিকানাসহ ঘর পাওয়ায় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যতদিন বেঁচে আছেন তার জন্য দোয়া করবেন তারা।
উল্লেখ্য; প্রকল্পের আওতায় এ উপজেলার ৮ ইউনিয়ন এবং ১টি পৌরসভার বিপরীতে ৬০ টি ঘর নির্মাণে মোট ব্যয় হয়েছে ১ কোটি ২ লাখ ৬০ হাজার টাকা। এরমধ্যে পৌরসভার আমবাড়ী গ্রামে ৩টি এবং শহরের জামালপুরে ১টি। এছাড়া উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে কিশোরগাড়ী ইউনিয়নে ৮টি, হোসেনপুরে ১৮টি, মহদীপুরে ১৩টি ও বেতকাপা ইউনিয়নে ১৭টি ঘর নির্মিত হয়েছে।