
গাইবান্ধার পলাশবাড়ী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৪ দফা দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারী) দুপুর ১২টা হতে ঘন্টাব্যাপী এক মানববন্ধন পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয়। ৪ দফা দাবী আদালয়ের লক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে আকাশ মন্ডল, জিম সরকার, রাকিব হাসান, মামুনুর রশিদ সুমন, রিফাত সরকার প্রমুখ। শিক্ষার্থীদের দাবীর মধ্যে ছিল কোনভাবেই ১ বছর ইয়ার লস মানি না। স্থগিত হওয়া ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের তাত্ত্বিক পরীক্ষাগুলোকে অটো পাস দিয়ে ব্যবহারিক পরীক্ষাগুলো পরবর্তীতে পর্বের সাথে সংযুক্ত করে দেয়া হোক এবং ১, ৩য়, ৫ম ও ৭ম পর্বের কাস চালু করে শর্ট সিলেবাস পরীক্ষা নেয়াসহ (ধারা ৪, ১৪, ৪) ড্রাপআউট উঠিয়ে দিয়ে সকল শিক্ষার্ক্ষীকে পরবর্তীতে পর্বে নিয়মিত শিক্ষার্থী হিসেবে অধ্যায়নে সুযোগ দিতে হবে। সকল অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে। ২০২১-এর মধ্যে ডুয়েটসহ সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।
বক্তারা মানববন্ধনের মাধ্যমে বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন।