
গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
রোববার (১০ জানুয়ারী) সকালে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল পৌরশহরের প্রদক্ষিণ করে। পরে স্থানীয় চৌমাথা মোড়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, আ’লীগ নেতা রশিদুন নবী চাঁন ও আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবন্দ।
অন্যদিকে, শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিবসটি পালনপোলক্ষ্যে এক আলোচনা সভা শহরের চৌমাথা মোড় ডাকবাংলো মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে সভায় দিবসটির তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান চৌধুরী তোতা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ আজাদুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, উপজেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত, সাধারণ সম্পাদক মামুন-আর-রশিদ সুমন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরআগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।