গাইবান্ধা পলাশবাড়ি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে এনএটিপি-২ মাচা পদ্ধতিতে ছাগল পালন প্রকল্পের খামারীদের মাঝে বিনামূল্যে ঔষধ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২১ জানুয়ারি দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্ত্বরে বিনামূল্যে এসব ঔষধ ও ভিটামিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন।
এসময় উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মো. আলতাফ হোসেন, ভেটেরিনারী সার্জন ডাঃ মো. নিয়ায কাযমীর রহমান ও এনএটিপি প্রকল্প অফিসার ডাঃ মো. খুরশীদ আলম প্রমুখ।