গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের অবৈধ কমিটি বাতিল চেয়ে ১০ জানুয়ারি রবিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রবিবার সকালে বিক্ষোভ করেছে ছাত্রলীগের পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা।
জানা গেছে, রবিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা পৌরশহরের শহীদ মিনারে বিতর্কিত কমিটি মানি না মানবো না বলে প্লেকার্ড হাতে স্লোগান স্লোগানে মুখরিত করে তোলে। এসময় ৩১-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি ছাত্রলীগের অবৈধ কমিটি বাতিল চেয়ে প্লেকার্ড হাতে নিয়ে সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মো. আতিক হাসান মিল্লাত কে সভাপতি ও মো. মামুনুর রশিদ সুমন কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি পলাশবাড়ী উপজেলা শাখার কমিটির অনুমোদন দেয় গাইবান্ধা জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। এ কমিটি গঠনের পর থেকেই উপজেলা ছাত্রলীগের প্রত্যাশিত পদ বঞ্চিতরা ও ত্যাগী নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, তীব্র ক্ষোভ প্রকাশসহ ৬ জানুয়ারি বিকেলে তাৎক্ষণিক একটি সংবাদ সম্মেলন করেন।