গাইবান্ধার পলাশবাড়ীতে একমাস ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত করা হয়।
১৯ জানুয়ারি মঙ্গলবার সকালে পলাশবাড়ী উপজেলা শাখার বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতির আয়োজনে একমাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মশালা পলাশবাড়ী এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত করা হয়েছে।
এ প্রশিক্ষণ কর্মশালায় পলাশবাড়ী উপজেলা শাখার বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার ফুটবল কোচ রফিকুল ইসলাম লুলু, গাইবান্ধা জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন, সাবেক ফুটবল খেলোয়ার মতিয়ার রহমান সাজু, শ্রী ক্ষুদিরাম দাস, সাইদুর উদ্দিন, মিঠুন, বকুল মিয়া, আমজাদ প্রমুখ।