
নির্বাচনে পরাজিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা হামলা চালিয়েছে আমেরিকা পার্লামেন্ট ভবনে। এতে সমালোচনার ঝড় বইছে সারাবিশ্বে। দেশে দেশে বিশ্বনেতারা কঠোর নিন্দা জানাচ্ছেন।
এ অবস্থায় ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার জয় ফেসবুকে লিখেছেন, ‘এই মহামারির সময়ে শ্রেষ্ঠ ওয়ানলাইনার (পংক্তি) হলো- ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রকে এ বছর দেশের মাটিতেই ক্যু’র আয়োজন করতে হলো।’
স্ট্যাটাসটিতে ইতোমধ্যেই প্রায় দশ হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য পড়ছে অসংখ্য।
এদিকে একদিন আগেও যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যেখানে মানুষের শোরগোল আর আনাগোনা ছিলও সেখানে এখন শুধুই নীরবতা। বুধবার ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের অরাজকতায় প্রাণহানির ঘটনায় চলছে কারফিউ। অনিশ্চয়তার মেঘে ঢাকা যুক্তরাষ্ট্রের আকাশ।