গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুজিববর্ষ’ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারের পক্ষ থেকে ঘর সরবরাহের প্রতিশ্রতির অংশ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১২০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর বিতরণ করেন স্থানীয় প্রশাসন।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধনী কর্মসূচিতে যোগ দেন। তারিই অংশ হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন স্থানীয় ভাবে উপজেলা পরিষদ হলরুমে এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তরের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তরে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম জুয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের অপরাপর কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।