গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত অটোভ্যান চালক উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় শিংজানী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে হামিদুল ইসলাম (৩৬)।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, রোববার রাত আনুমানিক ৯টার দিকে ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা বার বার তাঁর মোবাইল ফোনে কল করেও ফোনটি বন্ধ পায়। অনেক খোজাখুঁজির পরদিন সোমবার (২৪ জানুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের মিয়াপাড়ার একটি পুকুরের কচুরীপানার নিচে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের অটোভ্যান এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটির কোন সন্ধান পায়নি পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। দুস্কৃতিকারীরা অটোভ্যান ও মোবাইল ফোন ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকান্ড সংঘঠিত করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রির্পোটের ভিত্তিতে পরবর্তী আইগত পদক্ষেপ নেয়া হবে।