
গাইবান্ধায় অনাথ শিশুদের শীতের হাত থেকে বাঁচাতে এগিয়ে এসেছেন ‘শাহ ফাউন্ডেশন’ নামে যুক্তরাষ্ট্রের একটি সংগঠন। বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সহযোগীতায় এই শিশুদের দেওয়া হয় শীত পোশাক। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে সরকারি শিশু পরিবার (বালিকা) চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা সমাজসেবা অফিসার এমদাদুল হক প্রামাণিক শিশুদের হাতে এসব শীত পোশাক তুলে দেন।
এসময় পরিবেশ আন্দোলন জেলা শাখার আহবায়ক ওয়াজিউর রহমান র্যাফেল, স্বেচ্ছাসেবী সংস্থা অবলম্বনের নির্বাহী প্রধান প্রবীর চক্রবর্তী, মহিলা পরিষদের সাবেক সভাপতি আমাতুর নূর ছড়া, নবনির্বাচিত পৌর কাউন্সিলর ও মহিলা পরিষদের জেলা সভাপতি মাহাফুজা খানম মিতা, মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক রিকতু প্রসাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন, ‘শাহ ফাউন্ডেশন’ এর স্বত্বাধিকারী মো. শাহ। তিনি অনাথ শিশুদের আদর ও ভালবাসা জানান এবং সব সময় তাদের পাশে থাকার কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানে ১শ’ জন অনাথ মেয়ে শিশুকে শীত পোশাক হিসেবে সোয়েটার উপহার দেয়া হয়। এই শীতেই শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রতিবন্ধী, আদিবাসী ও দলিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।