গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির এক সভা ২৯ জানুয়ারী শুক্রবার গাইবান্ধা জেলা সিপিবি কার্যালয়ে সংগঠনের সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সিপিবি জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ,সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহবায়ক এডভোকেট সিরাজুল ইসলাম বাবু,সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলার সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা ,আদিবাসী বাঙালীদের বাপ দাদার জমি দালিলিক প্রমাণ সহ আইনগতভাবে ফেরত ও সাঁওতাল হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবী জানান।