
আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে যারা ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দিতে চায় তারা একবারে একশো পার্সেন্ট আওয়ামী লীগ সমর্থক, সরকারের সমর্থক।’
সাম্প্রতিক একটি টকশো অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এসব কথা বলেন।
তিনি বলেন, হেফাজতের মামুনুল হকের বক্তব্য শুনেছি এটা আওয়ামী লীগের জন্য লজ্জার। উনি (মামুনুল হক) চিৎকার করে বলছেন আওয়ামী লীগকে আমিই ডাকবো, আমিই আহ্বান জানাবো। বঙ্গবন্ধুর কবরে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমি আওয়ামী লীগের নেতাদের আহ্বান জানাবো।
হাবিবুর রহমান হাবিব বলেন, বঙ্গবন্ধু আজ দীর্ঘ দিন ধরে কবরে। বঙ্গবন্ধু ওখানে কিভাবে আছে, ওনারা (মামুনুল হক) জানেন কি করে? কবরে শান্তি কিভাবে দিবে যে আওয়ামী লীগের নেতাদের আহ্বান জানাচ্ছেন। তাহলে কি হলো; সে আওয়ামী লীগের পক্ষের লোক। সাথে সাথে উনি বলছেন, আমরা এই সরকারকে সমর্থন করি। এই সরকারের বিরুদ্ধে না। প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে চাই এই বক্তব্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু দেখেছে। এখানে জিয়াউর রহমান কোথা থেকে আসলো বিএনপি কিভাবে আসলো।
তিনি বলেন, এই মামুনুল হক যে কথা বলেছেন, উনি এমপি না, মন্ত্রী না, নীতিনির্ধারক না, উনি কে? বঙ্গবন্ধুর কবরে শান্তি দেওয়ার কে। মামুনুল হকের তো বিচার করা উচিত।
তিনি আরও বলেন, মামুনুল হক যদি আওয়ামী লীগের লোক না হতেন তাহলে উনি বলতেন এই সরকার দিনের ভোট রাতের বেলায় করে। ৩০ তারিখের ভোট ২৯ তারিখে করে। মানুষকে ভোট দিতে দেয় না। এই সরকার প্রশাসন দিয়ে ভোট কাটায়। এই সরকার দেশের প্রশাসনের চরিত্র নষ্ট করে ফেলেছে। এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনের করতে চাই। যেকোনো ভাবে হোক এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটা করেও যদি উনি ওটা বলতেন তাহলে ভাবতাম উনি সরকার বিরোধী।
‘বিএনপি নেতাকর্মীদের কিছু হলেই বিনা কারণে জেলখানায় নিয়া ঢুকাচ্ছেন। আকাশের সাথে বাতাসের সংঘর্ষ হলো তাতেই হাজার হাজার লোক ধরে নিয়ে যাচ্ছেন। আর মমিনুল হককে তো ঐ স্টেজ থেকেই আসতে দেওয়া উচিত না। সরাসরি সে আল্লাহর সাথে ক্ষমতা ভাগাভাগি দেখাচ্ছে।’