
বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অষ্টম বিবাহবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বিশেষ এই দিনটিতে স্বামীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন শিশির। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। তার সেই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
আমার প্রিয় স্বামীর প্রতি! আমরা প্রতিদিন একে অপরকে ভালোবাসি বলি কিন্তু আমার প্রিয় হল যখন তুমি আমার কানের কাছে ফিসফিস করো। আজ আমাদের বিয়ের 8 বছর পূর্ণ হল কিন্তু আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি। আমরা খুব অল্প বয়সেই দেখা করেছিলাম এবং যাই হোক না কেন একে অপরকে ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম।