গাইবান্ধার সাদুল্লাপুর থানা পুলিশ আফছার আলী নামের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আফছার আলী সাদুল্লাপুর উপজেলার তরফবাজিত গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে। ৪ ডিসেম্বর শুক্রবার গোপন সংবাদের ভিক্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) কল্লোল কুমারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আফছার আলীকে গ্রেফতার করে।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আফছার আলী একটি মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী। তিনি পুলিশের চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ওয়ারেন্টের বোঝা মাথায় নিয়ে কৌশলে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। গ্রেফতারের পর আসামী আফছার আলীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।