
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শীত নিবারণে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করল ‘শ্রীকলা সততা সংগঠন’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রীকলা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় শ্রীকলা সততা সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম, সভাপতি এসএম মামুন, জোহরা সেবা সংঘ এর সভাপতি উজ্জ্বল আকন্দ, শ্রীকলা সততা সংগঠন এর সহ সভাপতি রবিউল ইসলাম ও প্রচার সম্পাদক জুয়েল মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শ্রীকলা সততা সংগঠনের সভাপতি এসএম মামুন বলেন, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার সেবায় নানা ধরণের সামাজিক কর্মসুচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতার্ত অসহায় মানুষের মাঝে ৫০ পিস কম্বল বিতরণ করা হয়।