
রংপুর সিটি কর্পোরেশন এর মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন করোনা প্রতিরোধ ও সুরক্ষায় সরকারের পাশাপাশি গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম। তিনি গতকাল শনিবার সকালে বাংলাদেশ মিডিয়া ইন্সটিটিউট সাংবাদিক কল্যান ট্রাষ্ট রংপুর বিভাগীয় কমিটি ও জেলা আহবায়ক কমিটির আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রংপুর সিভিল সার্জন মিলনায়তনে “করোনা প্রতিরোধ ও সুরক্ষায় সাংবাদিকদের ভুমিকা” শীর্ষক দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা কমিটির সদস্য সচিব আব্দুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর নুরুল ইসলাম পটু, বিজিত ও সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ মেহেদি হাসান বনি, শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান মিজান । রংপুরের সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার এর সভাপতিত্ব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, বাংলাভিশনের রংপুর ব্যুরো প্রধান মোঃ জুয়েল, দৈনিক প্রত্যাশার আলোর প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল । আলোচক ছিলেন রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ কানিজ সাবিহা। উদ্বোধন শেষে কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে বেলা সোয়া ২ টায় সনদপত্র বিতরন ও সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর) ঢাকার অবসরপ্রাপ্ত পরিচালক ও রংপুর লাইফ লাইন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ হামিদুল হক খন্দকার । বিশেষ অতিথি ছিলেন রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া ইন্সটিটিউট সাংবাদিক কল্যান ট্রাষ্ট ঢাকা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ নুরুজ্জামান প্রধান । মুখ্য আলোচক ছিলেন ইউনিভার্সিটি অব কুমিল্লা ঢাকা ক্যাম্পাসের সাংবাদিকতা ও গন যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান, বাংলাদেশ মিডিয়া ইন্সটিটিউট সাংবাদিক কল্যান ট্রাষ্ট ঢাকা কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট মুহাম্মদ আবু হানিফ খান। বাংলাদেশ মিডিয়া ইন্সটিটিউট সাংবাদিক কল্যান ট্রাষ্ট রংপুর বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক আশরাফ খান কিরণ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক হুমায়ূন কবির মানিক এর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, ট্রাষ্টের লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক এস আর শরিফুল ইসলাম রতন, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও গাইবান্ধা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাহাজান ভুলু। আল্লাহর রহমতে কর্মশালায় রংপুর,দিনাজপুর, নীলফামারী, রংপুর সিটি সহ রংপুরের ৮ উপজেলার ৯০ জন গণমাধ্যম কর্মী অংশ গ্রহণ করেন। সকলকে যথা সময়ে উপস্থিত হয়ে কর্মশালা সফল করায় আল্লাহর প্রতি শোকরিয়া ও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিটির রংপুর বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক আশরাফ খান কিরণ সিনিয়র সহ সভাপতি সাংবাদিক শাকিল আহমেদ সহ সভাপতি তৈয়বুর রহমান বাবু, সাধারণ সম্পাদক সাংবাদিক হুমায়ূন কবির মানিক রংপুর জেলা কমিটির আহবায়ক সাংবাদিক আহসান হাবীব রবু সদস্য সচিব সাংবাদিক আব্দুর রহমান মহানগর কমিটির আহবায়ক সাংবাদিক সৈয়দ হাসান আলী সদস্য সচিব দেলোয়ার হোসেন। পরে বাংলাদেশ মিডিয়া ইন্সটিটিউট সাংবাদিক কল্যান ট্রাষ্ট রংপুর বিভাগীয় জেলা ও মহানগর সাংবাদিকদের নিয়ে যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর, তারাগঞ্জ, বদরগঞ্জ, গংগাচড়া ও রংপুর সদর উপজেলা সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।