গাইবান্ধার সাঘাটার গজারিয়া ইউনিয়নের কাতলামারীর পক্ষ থেকে যমুনা নদীর তীর ভাঙ্গন হতে সাঘাটা ফুলছড়ি উপজেলাধীন কাতলামারী হলদিয়া গোবিন্দ এলাকা রক্ষা প্রকল্পটি একনেকে অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ কৃতজ্ঞতা ও প্রকল্প অনুমোদনে অসামান্য অবদান রাখায় মাননীয় ডেপুটি স্পিকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এমপিকে বিশাল গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে গজারিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও সবুজ মিয়ার তত্বাবধানে গন সংবর্ধনা’য় প্রধান অতিথি’র বক্তব্যে ডেপুটি স্পিকার আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু’র ভাস্কর্য’কে মূর্তি’র সঙ্গে তুলনা করে বলে, আমরা নাকি হিন্দু হয়ে গেছি। হিন্দু সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা দুর্গাপূজা করে, তারা মূর্তিকে অঞ্জলি দেয়। ভাস্কর্যকে মানুষ পূজা করেনা, মানুষ শ্রদ্ধা করে। তিনি বলেন, পৃথিবীর বহু দেশে গিয়েছি, আমি দেখেছি প্রতেক দেশে সরকার প্রধান, রাষ্ট্র প্রধানের ভাস্কর্য থাকে, পৃথিবীর সকল মুসলিম দেশে ভাস্কর্য আছে সেটাকে তারা মূর্তি বলেনা। তিনি প্রশ্ন করে বলেন, সৌদি আরবে আমরা হজ্বে গিয়ে কাবা ঘর তওয়াফ করি,পাথর চুম্বন করি সেইটা জায়েজ হলো কি ভাবে? তিনি হিন্দু ধর্মের ভাইবোনদের উদ্দেশ্য বলেন, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের মধ্যে কোন বৈষম্য নাই। ওরা আমাদের মাঝে দ্বিধাবিভক্তি সৃষ্টি করতে চায়। স্পিকার আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আহবানে সারাদিয়ে আমরা যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আছি আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমাদের শরিরে একফোটা রক্ত থাকতে পশ্চিম পাকিস্তানিদের কায়দায় জাতিকে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে এই বাংলার মাটিতে দারাতে দিবনা ইনশাআল্লাহ। আমাদের মধ্যে যাতে দ্বিধাবিভক্তি না হয় সেদিকে সজাগ থাকতে হবে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকন, উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সরকার সাবু, গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিহাদুর রহমান মওলা, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি আতোয়ার, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সমাজসেবক ও বিশিষ্ট ঠিকাদার সাজু মিয়া, সমাজসেবক মনি সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সাঘাটায় ডেপুটি স্পিকার এ্যাডঃ ফজলে রাব্বি মিয়াকে গণ সংবার্ধনা প্রদান
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটার গজারিয়া ইউনিয়নের কাতলামারী পক্ষ থেকে যমুনা নদীর তীর ভাঙ্গন হতে সাঘাটা ফুলছড়ি উপজেলাধীন কাতলামারী হলদিয়া গোবিন্দি এলাকা রক্ষা প্রকল্প টি একনেকে অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ কৃতজ্ঞতা ও প্রকল্প অনুমোদনে অসামান্য অবদান রাখায় মাননীয় ডেপুটি স্পিকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এমপিকে কে বিশাল গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।