গাইবান্ধার পলাশবাড়ীতে স্বাস্থবিধি মেনে স্বল্পপরিসরে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে এদিন সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়।
এরপর স্বাধীনতায় বীর শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে গাইবান্ধা-৩ আসনের সাংসদের পে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রসাশন, পৌরসভা, থানা পুলিশ, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, প্রেস কাব, জাতীয়পার্টি, বিএনপি ও জাসদ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের সহযোগী-অঙ্গ-ভ্রাতৃপ্রতিম সংগঠন, সরকারী-বেসরকারীসহ নানা স্বেচ্ছাসেবী ও শ্রমিক সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবি সংগঠন সমূহের পক্ষে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালনসহ বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলো অভ্যন্তর এবং কিশোরগাড়ী ইউপির পশ্চিম রামচন্দ্রপুর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। অফিস-আদালত, ব্যবসা-প্রতিষ্ঠান, বাসা-বাড়ী ও অন্যান্য স্থাপনা সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন ও থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহকারি কমিশনার (ভূমি) মোছা. মেরিনা আফরোজ, নব-নির্বাচিত পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল, আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, প্রেস কাব সভাপতি রবিউল হোসেন পাতা ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ছাড়াও অন্যান্য প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।