গাইবান্ধার পলাশবাড়ী পৌর সভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের মোটর সাইকেল শো ডাউন এর উপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১৫ জন কর্মী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৫ ডিসেম্বর শনিবার সন্ধ্যা সাড় ৬টার দিকে পলাশবাড়ী চৌমাথা মোড়ে।
জানা যায়, পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের সমর্থকরা শনিবার সন্ধ্যায় গাইবান্ধা বাসষ্ট্যান্ড থেকে ১০/১৫টি মোটরসাইকেল নিয়ে শহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড এলাকা ঘুরে ঘোড়াঘাট রোড হয়ে চৌমাথা মোড়ে পৌঁছিলে পুলিশ অতর্কিত লাঠিচার্জ শুরু করে। এসময় কয়েক মিনিটের জন্য রংপুর ঢাকা জাতীয় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের লাঠিচার্জে নারিকেল গাছ মার্কার সমর্থকদের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে মেয়র প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বলেন, আমার জনসমর্থনে ইর্ষান্বিত হয়ে হয়তো কেউ পুলিশকে লেলিয়ে দিয়ে এই কাজটি করেছে। পুলিশের প্রতি আমার কোন অভিযোগ নেই। তবে অনুরোধ রয়েছে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করার জন্য।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ জানান, নির্বাচনী আচরণ বিধি লংঘন করায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে।
জেলা নির্বাচন অফিসার ও পলাশবাড়ী পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার আব্দুল মোত্তালিব জানান, বিষয়টি খুবই দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য মেয়র প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লবকে ধন্যবাদ জানান।
জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।