“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নে ভুমিহীন ও গৃহহীন মানুষের জন্য নিরাপদ বাসস্থান গড়ে তোলার লক্ষে সরকারিভাবে ঘরবাড়ি নির্মাণ কার্যক্রম পরির্দশন করলেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন।
১৪ ডিসেম্বর সোমবার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর নির্মাণ কার্যক্রমের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন জেলা প্রশাসক আবদুল মতিন। উপকারভোগীদের মধ্যে একজন প্রতিবন্ধী নারী সাহিদা বেগম ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে কেদে ফেলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীসহ উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের জন্য দুহাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, মহদীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন, উপজেলা প্রকল্প কর্মকতার কার্যালয়ের উপসহকারি প্রকৌশলী রাশিদুল ইসলাম রাসেল, ইউপি সদস্যরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।