
গাইবান্ধার পলাশবাড়ীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার মনোহরপুর ও হরিনাথপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে পৃথক পৃথক ভাবে অসহায়, দুঃস্থ শীতার্ত দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন। এসময় মনোহরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চট্টু, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব রিপন, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান রুহুল আমিন কবীর চৌধুরী রুষোসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।