
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে পৌরসভা নির্বাচন পরবর্তী স্থানীয় এমপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী পৌরশহরের স্থানীয় পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক এমপি ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, রফিকুল ইসলাম ভিপি, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুস সালাম, শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি, দপ্তর সম্পাদক ইউনুস আলী খান, গাইবান্ধা জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক বাবু শুধাশু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপজেলা আ’লীগ সদস্য ডা. মাহবুব আলাম, আব্দুস সালাম, সাংবাদিক রফিকুল ইসলাম, মাহামুদুজ্জামান প্রান্ত, প্রেস ক্লাব সভাপতি রবিউল হেসেন পাতা, সিরাজুল ইসলাম রতন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, হোসেনপুর আ’লী সভাপতি মাজনুর রহমান ময়নুল মাষ্টার, বরিশাল ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক প্রভাষক শাহ্ শামীম আহম্মেদ, মহদীপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন, বেতকাপা আ’লীগ সাধারণ সম্পাদক এবিএম ছামছুল আলম সরকার লিটু, পবনাপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি ছিদ্দিকুর রহমান রবি ও মনোহরপুর ইউপি আ’লীগ সভাপতি মিজানুর রহমান চাঁন মিয়াসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় পলাশবাড়ী পৌরসভা নির্বাচনসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।