
জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলগেটে ট্রেনের সঙ্গে সংঘর্ষে বাসের ১০ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
আজ শনিবার সকাল ৭টায় রাজশাহীগামী উত্তরা ট্রেনের সঙ্গে জয়পুরহাট থেকে হিলিগামী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। আহত ছয়জনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এদিকে, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন জয়পুরহাটের ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিরাজুল ইসলাম