
‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার বিরুদ্ধে গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. মেরিনা আফরোজ, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ, উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন ও প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আলতাফ হোসেন প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতির পিতার ভাস্কর্য অবমাননার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন এবং দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এই দুর্বৃত্তরাই ভাস্কর্য ইস্যু নিয়ে দেশকে অশান্ত করে অরাজকতা সৃষ্টির মাধ্যমে উন্নয়নমুখী বাংলাদেশের ভাবমুর্ত্তি বিনষ্টের চক্রান্তে লিপ্ত রয়েছে।