স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের সাথে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও মহান মুক্তিযুদ্ধের উপর ভার্চুয়াল আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি-৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জন নেতা আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ঢাকায় থাকার কারনে মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাম কৃষ্ণ বর্মনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজির হোসেন, এমপির সমন্বয়কারী আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসানসহ সকল কর্মকর্তাবৃন্দ।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনী, উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু’র ম্যুরাল ও স্মৃতি স্তম্ভে পূষ্পমাল্য অর্পণ, দোয়া মুনাজাত শেষে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, ১১টায় উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবসে স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপজেলা আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কাস পাটি, জেএসডিসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, এনজিও, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, আনছার বাহিনী, স্কার্উস, গার্লস গাইডসহ স্থানীয় সাংবাদিক সংগঠন পক্ষ থেকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন।