গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলায় দরবস্ত ইউনিয়নের দরবস্ত কৃষি সমবায় সমিতির নিজস্ব কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ভার্মিকমপোষ্ট তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে।
হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগীতায় ও দরবস্ত কৃষি সমবায় সমিতির বাস্তবায়নে গতকাল ৩০ ডিসেম্বর বুধবার দুপুরে দরবস্ত কৃষি সমবায় সমিতির সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ভার্মিকমপোষ্ট তৈরির উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৬নং দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ এসব উপকরণ বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম সরকার, দরবস্ত কৃষি সমবায় সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান রাকিব উপস্থিত ছিলেন।