
প্রানঘাতী করোনা মহামারি আক্রান্ত সারাবিশ্ব। এই ভাইরাসের কবলে পড়ে বিশ্বব্যাপী ক্ষতিও কম হয়নি। চলতি বছর অনেক উৎসব পার্বণেও মানুষ ছিল ঘরবন্দি। এবার পালন হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই দিনে গির্জায় গির্জায় চলছে করোনা থেকে মুক্তির প্রার্থনা।
শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁও ক্যাথলিক চার্চে নব অভিষিক্ত আর্চবিশপ বিজয় এন ডি’ ক্রুজ প্রার্থনা পরিচালনা করেন এবং খ্রিষ্টযোগে অংশ নেন।
আর্চ বিশপ এ সময় বলেন, ‘আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই তার পুত্রকে, আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তাকে, তিনি যখন পাঠিয়েছেন, তিনি তখন দেহ ধারন করেছেন। তিনি মানুষ হয়েছেন আমাদের মুক্তির জন্য। আর এই মুহূর্তে আমরাসহ সারাবিশ্ব শঙ্কিত, ভীত করোনা ভাইরাসের সংক্রমণে।
আমরা প্রার্থনা করি যাতে সারাবিশ্ব এবং প্রতিটি মানুষ এই মহামারি থেকে মুক্তি লাভ করে, করোনাভাইরাস থেকে মুক্তি লাভ করে।