
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার ঐতিহ্যবাহি সংগঠন ‘গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) ১১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে শুক্রবার রাতে গুণীজন সম্মাননা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের ডা: সাখাওয়াত হোসেন খান মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গাইবান্ধার চার গুণী ব্যক্তিত্বকে সাহিত্য, নাটক ও শিল্পকলায় বিশেষ অবদানের জন্য গানাসাস সম্মাননা পদক ২০২০ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও সংগঠনের সভাপতি মো. আবদুল মতিন।
গাইবান্ধার বিশিষ্ট গুণীজনদের মধ্যে নাটকে বিশেষ অবদানের জন্য আব্দুল মান্নান তালুকদার, সাহিত্যে আবু জাফর সাবু, শিল্পকলায় শাহ মাইনুল ইসলাম শিল্পু এবং নাটকে জহুরুল ইসলাম স্বপন (মরণোত্তর) কে গানাসাস সম্মাননা পদক’ ২০২০, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। জহুরুল ইসলাম স্বপনের পক্ষে তার স্ত্রী শিরিন আকতার ও ছেলেমেয়ে এবং আব্দুল মান্নান তালুকদারের পুত্র নোবেল তালুকদার সম্মাননা পদক, সনদপত্র ও নগদ অর্থ গ্রহণ করেন।
এছাড়া উপ-মহাদেশের বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব তুলসী লাহিড়ী ও জেলার প্রয়াত নাট্যজন ডা: সাখাওয়াত হোসেন খানকে মরণোত্তর ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তাদের পরিবারের পক্ষে কিংশুক ভট্টাচার্য ও নিয়াজ রহমান লোটন তা গ্রহণ করেন।
গানাসাসের কার্যকরী সভাপতি আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে ও শাহ আলম বাবলুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, আবু জাফর সাবু, শাহ মাইনুল ইসলাম শিল্পু, শিরিন আকতার, সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দীপু, নিয়াজ রহমান লোটন, আফরোজা বেগম লুপু, খন্দকার শামীম আহমেদ, শাহনাজ আমিন মুন্নি, নোবেল তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত ও নৃত্য প্রতিযোগিতায় ২৪ জন শিশু-কিশোর প্রতিযোগি সহ সপ্তাহব্যাপী অনুষ্ঠানে নাটক ও রবীন্দ্র নাথ ঠাকুরের ‘শ্যামা’ নৃত্য নাট্যে অংশগ্রহণকারী শিল্পীদের এবং রক্তদান কর্মসূচীতে রক্তদান করার জন্য ২০ জনকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গানাসাসের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। গানাসাসের ১১০ বছর পদার্পন উপলক্ষে ১২ ডিসেম্বর শনিবার থেকে ১৮ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে কবিতা পাঠের আসর, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামা নৃত্য নাট্য পরিবেশন, তুলসী লাহিড়ী রচিত নাটক ‘ছেঁড়া তার’ মঞ্চায়ন।