
গাইবান্ধা চেম্বার অব কমার্সের উদ্যোগে ক্যাপাসিটি বিন্ডিং এসোসিয়েশন চেম্বার অব কমার্সের জেলা ব্যবসায়ী সমিতি’র এক সমাবেশ চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) গাইবান্ধা চেম্বার অব কমার্স ভবনে সমাবেশ গাইবান্ধা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক মো. আবুল খায়ের মোরসেলীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি মকছুদার রহমান সাহান। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আজহারুল ইসলম সঞ্জু, আলহাজ¦ মির্জা হাসান, খান মো. জসিম, মো. তৌহিদুর রহমান মিলন, ডা. শহিদুজ্জামান হারুন, আবেদুর রহমান স্বপন, জান্নাতুল ফেরদৌস জুয়েল, শেখ ইকবাল আহম্মেদ, আব্দুল মালেক, সুমন চৌধুরী, আনিছুর রহমান রুজ, মো: আব্দুর রউফ, বাপ্পী সাহা ও হাসান মাহাম্মুদ জনিসহ অন্যান্যরা।
বক্তারা, ব্যবসা বানিজ্য প্রসার ও মানুষের জীবন মান উন্নয়নে অবিলম্বে বালাসী ও বাহাদুরাবাদ ঘাটের মধ্যে ট্যানেল নির্মাণ, মেডিকেল কলেজ, কৃষি বিশ^বিদ্যালয়, গাইবান্ধা শহর পর্যন্ত গ্যাস লাইন স্থাপন, কৃষি শিল্প স্থাপন, মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলকে আধুনিকায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।