শাসক শ্রেনীর প্রশ্রয়ে বেড়ে ওঠা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ভাস্কর্য ভেঙ্গে ফেলা ও সকল প্রকার সাম্প্রদায়িক অপতৎপরতা বন্ধ ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
১২ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রী প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মণ, সদর উপজেলা সভাপতি ছাদেকুল ইসলাম, ছাত্রনেতা ওয়ারেছ সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার লালন ভাস্কর্য ভেঙ্গে ফেলা, পাঠ্যপুস্তক পরিবর্তনসহ সাম্প্রদায়িক গোষ্ঠীর অনেক দাবির সাথে আপোষ করার ফলে আজ তারা দেশের ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ধ্বংস করার দাবি তোলার সাহস পাচ্ছে। যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এসব বন্ধে অবিলম্বে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তারা আরো বলেন, যারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায় তাদের বিচারের মুখোমুখি করতে হবে।