আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এত আহত হয়েছেন আরও ১৫ জন।
আজ রোববার দেশটির লোগার, নানগারহার, হেলমান্দ ও বাদাখশান প্রদেশেও বোমা হামলার ঘটনা ঘটেছে। পৃথক এসব বোমা হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু বেসামরিক হতাহত হয়েছেন বলে জানা গেছে। এর মাঝে একটি হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দেশটির একজন সংসদ সদস্য।
তুর্কি সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, সংসদ সদস্য খান মাহমুদকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়। তবে তিনি প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন। তবে এ হামলার দায়িত্ব কেউ নেয়নি। তবে সরকারের পক্ষ থেকে তালেবানকে দায়ী করা হচ্ছে।
প্রায় ২০ বছর ধরে চলা যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে আফগানিস্তানের সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে আলোচনা চলছে। কিন্তু শান্তি আলোচনা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে, বিশেষ করে বোমা হামলার ঘটনা।