করোনায় পুরো বিশ্বের অবস্থা ধরাশায়ী। সবাই তাকিয়ে আছে এই মহামারি প্রতিরোধে কার্যকরী ভ্যাকসিনের দিকে। কবে নাগাদ ভ্যাকসিন আসবে কি আসবে না এ নিয়ে সবার মাঝে শঙ্কা আর আশঙ্কার মাঝেই করোনায় সবচেয়ে বেশি কোণঠাসা হওয়া দেশ যুক্তরাজ্য ইতোমধ্যে শুরু করেছে করোনা টিকা উৎসব। তারা এই দিনটিকে ভি-ডে’ হিসেবেও ঘোষণা করেছে। গত সপ্তাহে দেশটি ফাইজার-বায়োএনটেকের তৈরি একটি ভ্যাকসিন অনুমোদন দেয়।
টিকা দেওয়ার আগে যুক্তরাজ্যে রীতিমতো উৎসবের আমেজ বিরাজ করছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী বরিস জনসন পর্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জনসন বলে দিয়েছেন, ভ্যাকসিন কারও জন্য বাধ্যতামূলক নয়। তবে সবার নেওয়া উচিত।
বিবিসি জানিয়েছে, শুরুতে ৮০ বছরের বেশি বয়সী নাগরিক এবং স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দিচ্ছে ব্রিটেন। মোট ৭০টি হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে।
নতুন এই রোগে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। মহামারী প্রতিরোধের জন্য পৃথিবীতে প্রথম দেশ হিসেবে ব্রিটিশরাই ভ্যাকসিন নেওয়া শুরু করল।